খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন নিয়ে অভিন্ন কর্মসূচি দিচ্ছে আ.লীগ

গে‌জেট ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে সম্পৃক্ত করে অভিন্ন কর্মসূচি দেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার (১৪ জুলাই) বিকালে সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময়ের আগে কর্মসূচির কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় আওয়ামী লীগের উদ্যোগে ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ শিরোনামে বিভিন্ন সমাবেশ হবে জানিয়ে তিনি বলেন, শান্তি ও উন্নয়ন সমাবেশের প্রথম ধাপ শুরু হবে আগামী ১৮ জুলাই। এদিন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। পরদিন ১৯ জুলাই ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সাত রাস্তা থেকে মহাখালী পর্যন্ত শোভাযাত্রা করবে। এ সব কর্মসূচিতে বিএনপির কর্মসূচির সঙ্গে যেন মুখোমুখি না হয়, তা নিশ্চিত করতে হবে।

শোকের মাস আগস্টকে ফোকাস করার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগস্টের বেশি সময় বাকি নেই। এ মাসের কর্মসূচি আমরা মোটামুটি সবাই জানি। আগস্ট মাসে ব্যাপকভাবে সমাবেশ হবে। সেখানে প্রস্তুতির বিষয়টা জানাতে চাই। দল অনুযায়ী আমরা, আমাদের সংগঠনগুলো আগের তুলনায় অনেক সংগঠিত হয়েছে। নিজেরা নিজেদের যে শক্তি আছে, তা নিয়ে সমাবেশ করছে।

অভিন্ন কর্মসূচির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সমাবেশ করতে পারে। যুবলীগেরটা কন্টিনিউ করবে। সেপ্টেম্বর মাস নির্বাচনের শিডিউল ঘোষণা পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে সতর্কতার সাথে থাকবো। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পরিবেশ প্রয়োজন। সে পরিবেশ আমরা রক্ষা করবো।

সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, কারও কোনও ধরনের খারাপ আচরণের জন্য নির্বাচনের পরিবেশ যেন নষ্ট না হয়। এটা আপনাদের বলে দেওয়া প্রয়োজন। আমরা একটি দায়িত্বশীল রাজনৈতিক দল, আমাদের আচরণে তার প্রমাণ জনগণের সামনে রাখতে হবে। নির্বাচনকে সামনে রেখে এমন কিছু করা যাবে না, যাতে জনমনে বিভ্রান্তি তৈরি হয়।

নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের আরও বলেন, জনগণ যেন মনে না করে, আমরা সংঘাতের উসকানি দিচ্ছি। আওয়ামী লীগ জেতা দল, আমরা জিতবো— ইনশাআল্লাহ। কয়েকটা মাস আমাদের ধৈর্য্য ও সহিষ্ণুতার পরিচয় দিতে হবে।

সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দূরত্ব কমিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, কোনও গ্যাপ থাকলে আলোচনা করে দূরত্ব ঘোচাতে হবে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!