খুলনার দৌলতপুরের শীর্ষ সন্ত্রাসী মোঃ মেহেদী হাসান মমি ওরফে মমি জমাদ্দার (২৫) কে তার সহযোগী মো: সজীব শেখসহ গ্রেপ্তার করেছে কেএমপির গোয়েন্দা শাখা। রবিবার (২৫ মে) দিনগত সন্ধ্যায় কেএমপি ডিবির বিশেষ অভিযানে এই শীর্ষ সন্ত্রাসীকে নগরীর সোনাডাঙ্গা থানার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে।
কেএমপি সূত্রে জানা যায়, মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৫ মে) সন্ধ্যা ৬টায় নগরীর সোনাডাঙ্গা মডেল থানার গাজী মেডিকেলের সমানে থেকে সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী মোঃ মেহেদী হাসান মমি ওরফে মমি জমাদ্দার(২৫) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী মমি দৌলতপুরের পাবলা হাঁস খামারের পাশের এলাকার শামীম জমাদ্দারের পুত্র। এ সময় তার সহযোগী মোঃ সজীব শেখ(১৬) কেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সজীব দৌলতপুরের পাবলা সাহাপাড়া ওয়ার্ড নং-৬ এর মোঃ ইব্রাহীম শেখের পুত্র। শীর্ষ সন্ত্রাসী মমির বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় আরো ৬টি মামলা রয়েছে বলেও জানা যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
খুলনা গেজেট/এমএনএস