শীত শুরু হতে না হতেই সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। রোববার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এর আগে শনিবার (৭ নভেম্বর) ১৩ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড করা হয়।
জাহাঙ্গীর আলম জানান, বিগত কয়েকদিনের মধ্যে এটিই সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে গত শনিবার (৭ নভেম্বর) সারাদিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ৮ ডিগ্রি।
এদিকে, রোববার সকালে আকাশ কিছুটা পরিষ্কার থাকায় তেঁতুলিয়া থেকে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে বলে জানান তিনি।
থুলনা গেজেট/এনএম