২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাই প্রক্রিয়ার পথে ১৩ দলের তিন বছরব্যাপী সুপার লিগের রূপরেখা জানিয়ে দিল আইসিসি। আসছে বৃহস্পতিবার ইংল্যান্ড-আয়ারল্যান্ড সাউদাম্পটনে যে সিরিজে নামবে, সেটি হতে যাচ্ছে ওয়ানডে সুপার লিগের সূচনাপর্ব। ওয়ানডে সুপার লিগে অংশ নেবে মোট ১৩টি দল। তিন বছরব্যাপী এই সিরিজ শেষে সেরা সাতে থাকা দলগুলো সরাসরি খেলবে ২০২৩ বিশ^কাপ। বাকি ৫টি দল আসবে বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে।
করোনা বিরতির পর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তিন টেস্টের সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। বিশ্ব চ্যাম্পিয়নদের মাধ্যমে ফিরছে ওয়ানডেও। তিন ম্যাচের ওই আইরিশ সিরিজ দিয়ে পরের ওয়ানডে বিশ্বকাপের বাছাই প্রক্রিয়ায় নাম লেখাবে মরগানের দল। আইসিসির প্রথম সুপার লিগ আয়োজন চলবে তিন বছর ধরে। অংশ হবে ১৩ দল। ১২ টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে নেদারল্যান্ডস। যারা ২০১৫-১৭ আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ জিতেছে।
লম্বা এই সময়ে প্রতিটি দল ৮টি করে সিরিজ খেলবে, চারটি করে সিরিজ হোম-অ্যাওয়ে ভিত্তিতে। একেকটি সিরিজ হবে তিন ম্যাচের। সুপার লিগ পর্বে প্রতিটি জয়ের জন্য থাকছে ১০ পয়েন্ট। টাই বা পরিত্যক্ত ম্যাচে ৫ পয়েন্ট।
তিন বছরের পালা শেষে লিগের শীর্ষ ৭ দল সরাসরি অংশ নেবে ওয়ানডের ২০২৩ বিশ্বকাপে, যার আয়োজক ভারত। কোহলির দেশের অবশ্য অতশত ভাবনা নেই, স্বাগতিক হিসেবেই সরাসরি খেলতে পারবে বিশ্বমঞ্চে।
যারা সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে না, সেই ৫ দল ও সহযোগী ৫ দলকে পরীক্ষা দিতে হবে আরেকটি বাছাইপর্বে। সেখান থেকে পরের বিশ্বকাপে যাবে মাত্র দুটি দল। ১০ দল নিয়ে হবে ভারতের বিশ্ব আসরটি।
খুলনা গেজেট/এএমআর