খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

সরকার অলিখিত বাকশাল কায়েম করেছে : মঈন খান

গেজেট ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, সরকার অলিখিত বাকশাল কায়েম করেছে।

সোমবার সকালে ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, সরকার অলিখিত বাকশাল কায়েম করেছে। মানুষের অধিকার নিয়ে বিএনপি আন্দোলন করছে। সরকার বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ক্র্যাকডাউন করেছে।

মিথ্যা, ভুয়া নাটকের নির্বাচন হচ্ছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, পুলিশ বা গ্রেনেডের শক্তি নয় বরং জনগণের শক্তিতে বলিয়ান হয়ে বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে।

তিনি বলেন, নির্বাচনের নামে সব হযবরল করে ফেলেছে। তারা রাজধানীতে বসে, কে কোন সিটের এমপি হবে তা নির্ধারণ হয়ে গেছে। জনগণ নয়, সরকারের সিলেকশনে এমপি হচ্ছে। তারাই এখন নির্বাচনের অবস্থা নিয়ে কথা বলছেন, বিএনপির বলার দরকার হচ্ছে না।

আজ সোমবার সকালে সাড়ে ১০টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান ছাত্রদলের নেতৃবৃন্দকে নিয়ে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এ সময় ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপনসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!