বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, খুলনা বিএনপি কর্মী জিকোসহ নেতাকর্মীদের হত্যার বিচার করতে হবে। সরকারের সময় শেষ হয়ে এসেছে। জনগণ জেগে উঠেছে। গায়েবী মামলা দিচ্ছে। এই সমস্ত গায়েবী মামলার ভয় বিএনপি পায় না। ১০ তারিখ ঢাকা পল্টনে ২৫ লাখ মানুষ সমাবেশে অংশ নিবে। নিরাপত্তার সাথে সমাবেশ করতে না দেওয়া হলে কঠোর জবাব দেওয়া হবে। সমাবেশে মানুষ তিনদিন আগে আসছে। নয়াপল্টনে সমাবেশ করে দেখিয়ে দিব এই সরকারকে জনগন চায় না। ঢাকা শহরে ১ ডিসেম্বর থেকে দেখিয়ে দেবো ঢাকা শহর বিএনপির দখলে। বাংলাদেশের মানুষ না খেয়ে থাকলেও সরকারের পতন ছাড়া বাড়ি ফিরবে না।
বুধবার (৩০ নভেম্বর) বিকেলে নগরীর কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক এসএম শফিকুল আলম মনা। বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মনিরুল হাসান বাপ্পি, আবু হোসেন বাবু, জুলফিকার আলী জুলু, কাজী মাহমুদ আলী, মাহাবুব হাসান পিয়ারু, শেখ তৈয়েবুর রহমান, মো. মুজিবর রহমান প্রমুখ।