খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

সরকারের উন্নয়ন অগ্রযাত্রার প্রচারাভিযানে সংসদ সদস্য

মোরেলগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রার প্রচারাভিযানের অংশ হিসাবে রবিবার (২১ মে)  বিকেল ৩টায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের স্থানীয় সংসদ কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন।
মোরেলগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএমদাদুল হক, আওয়ামী লীগ নেতা হারুন অর রশীদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল, সিদ্দিকুর রহমান লাল, পুটিখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শেখ, চেয়ারম্যান মো. আলী আক্কাস বুলু, আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন বলেন, প্রধানমস্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন এখন দৃশ্যমান। এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এ সরকার কাজ করে যাচ্ছে। পদ্মা সেতু বর্তমার সরকারের বিরাট সাফল্য। সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ, ভূমিহীনদের আশ্রয়ন প্রকল্প, ফ্লাইওভার নির্মাণসহ উন্নয়নের চিত্র লিফলেট আকারে জনগনের মাঝে বিতরণ করেন।
খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!