খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

সরকারের উন্নয়নে বদলে গেছে রূপসা : সালাম মূর্শেদী

 নিজস্ব প্রতিবেদক

সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী ও শিশুদের উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবীর দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা জনগণের নিকট পৌঁছে দেওয়ায় রুপসা উপজেলার প্রত্যক্ষ উপকারভোগীদের পক্ষ হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপনের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বিকালে রূপসা উপজেলার সরকারি বঙ্গবন্ধু কলেজ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুস সালাম মূর্শেদী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা কিছু করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। সরকারের উন্নয়নে বদলে গেছে রুপসার চিত্র। বঙ্গ কন্যার তুলনা তিনি নিজেই। তিনি দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন, উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, ফোর লেন ও এইট লেনের রাস্তা করেছেন। তিনি ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে।

প্রতিবন্ধী ভাতা ভোগী ওমর আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সারাদেশে সকল স্তরে বিভিন্ন প্রকার ভাতার সুবিধা পাচ্ছি। আমি একসময় সমাজের কাছে বোঝা হয়েছিলাম, এখন আর না। আমরা ভাতাভোগীরা এখন ঘরে বসেই ভাতার সুবিধা পাচ্ছি।

বিশেষ ভাতা ভোগী জন দাস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে ভালোবেসে তাদের ভাগ্য উন্নয়ণে নিরলস কাজ করে চলেছেন। তিনি দেশের মানুষকে শান্তির চাদরে ঢেকে রেখেছেন। আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদানের ফলে আমাদের জীবনের মান উন্নয়ন হয়েছে।

অসহায় কৃষক হারুন শেখ বলেন, ‘দেশের এক ইঞ্চি জমিও আমরা অনাবাদি রাখবো না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা সারা দেশে জাদুর মতো কাজ করেছে। সাথে সাথে আমরা জনসাধারণ যার যার নিজের অনাবাদি জমি আবাদ করা শুরু করেছি। আধুনিক কৃষি ব্যবস্থায় চাষাবাদ করে আমরা স্বাবলম্বী হচ্ছি।

রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (গোপন শাখা) তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোঃ হাফিজুর রহমান,রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল বাকি,রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন, রূপসা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, আইচগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আশরাফুজ্জামান বাবুল।

রূপসা উপজেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগ সদস্য ফ,ম আঃ সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির,আরিফুর রহমান মোল্যা,ইমদাদুল ইসলাম,মোতালেব হোসেন,এসএম হাবিব,শ,ম জাহাঙ্গীর,আকতার ফারুক, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, টিএসবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ,নৈহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল,ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!