খুলনা, বাংলাদেশ | ৩০ পৌষ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বুধবারের মধ্যে দাবি পূরনের আশ্বাসে সচিবালয়ের সামনে থেকে সরে দাঁড়িয়েছে জবির শিক্ষার্থীরা, অব্যাহত থাকবে ক্যাম্পাস শাটডাউন
  প্রণয় ভার্মাকে ডাকার পরদিনই, দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব
  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

সরকারি সিটি কলেজের রি-ইউনিয়ন কমিটির সভা 

গে‌জেট ডেস্ক

খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের রি-ইউনিয়ন আয়োজক কমিটির উদ্যোগে শুক্রবার (২১ জুলাই) বিকাল চারটায় কলেজ প্রাঙ্গনে  সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহবায়ক শেখ মোঃ জাহাঙ্গীর আলম ও পরিচালনা করেন কমিটির সদস্য সচিব তসলিম আহমদ আশা।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১ আগস্ট থেকে অনলাইন ও অফলাইনে ১ম রি-ইউনিয়নের রেজিস্ট্রশন কার্যক্রম শুরুর সিদ্ধান্ত ও ইয়ার ভিত্তিক প্রতিনিধিদের সমন্বয়ে ১৯৮০ সাল থেকে ২০২৩ সালের শিক্ষার্থীদের নিয়ে ইয়ার ভিত্তিক উপ-কমিটি গঠন করা হয়। এছাড়া সভায় আগামী ২৮ জুলাই শুক্রবার বিকেলে কলেজ প্রাঙ্গনে ৩য় সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় এ সময় উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ ওয়াহিদুজ্জামান, আয়োজক কমিটির  যুগ্ম-আহবায়ক, যুগ্ম-সদস্যসচিব ও সদস্যবৃন্দসহ বিভিন্ন সালের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

উল্লেখ্য, আগামী ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ১ম পুনর্মিলনী। এই রি-ইউনিয়ন উপলক্ষে আহ্বায়ক ও সদস্য সচিবসহ ১৭২ সদস্য বিশিষ্ট একটি আয়োজক কমিটি ঘোষণা করা হয়। শুক্রবারে অনুষ্ঠিত সভাটি এই রি-ইউনিয়নের ২য় সাধারণ সভা।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!