খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

সরকারি মুহসিন কলেজের শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও ভর্তি ফরম বিতরণ ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক

সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে কলেজে ভর্তিচ্ছু ২০২০-২১ শিক্ষাবর্ষের গরীব অসহায় শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মাস্ক ও কলেজে ভর্তি ফরম বিতরন করা হয়। প্রতিদিন সকাল থেকে শুরু করে কলেজ চলাকালীন সময় পর্যন্ত এই মাস্ক ও ভর্তি ফরম সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিতরন করছে খালিশপুর থানা ছাত্রলীগসহ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এ ছাড়াও কলেজে ভর্তিচ্ছু ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সাধ্যমত চেষ্টা করছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছাত্রলীগ নেতা-কর্মীদের এ মহতি উদ্যোগ দেখে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষসহ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মাস্ক ও কলেজে ভর্তি ফরম বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খালিশপুর থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আশিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, মোঃ মিলন শেখ, মহানগর ছাত্রলীগ নেতা শেখ ইমন, ওবায়দুর রহমান, খালিশপুর থানা ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ আনিছুর রহমান, প্রচার সম্পাদক অহিদুজ্জামান। এ ছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা অনিক সরদার, হাসিব, জসিম, বদিউর, সজিব, সাইফুল, প্লাবন, আফজাল প্রমুখ।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!