সরকারি প্রকল্পের খরচ কমাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরে সংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি মাথায় রেখে খরচ কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্পের গুরুত্ব অনুযায়ী প্রকল্পগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করতে বলা হয়েছে।
তিনি বলেন, ‘এর মধ্যে ক্যাটাগরি “এ”-এর পুরো অর্থ ব্যবহার করা যাবে। ক্যাটাগরি “বি”-এর আওতায় প্রকল্পের সর্বোচ্চ ৭৫ ভাগ ব্যবহার করা যাবে। আর ক্যাটাগরি ‘‘সি’’ তে থাকা প্রকল্পগুলো আপাতত স্থগিত রাখতে বলা হয়েছে।
‘কোন প্রকল্প কোন ক্যাটাগরিতে থাকবে সে বিষয়ে মন্ত্রণালয়গুলো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
কর্মকর্তাদের গাড়ি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার ক্ষেত্রেও নির্দেশ দেয়া হয়েছে।