খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
  সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত : প্রেস উইং
  কুড়িগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবদল নেতা নিহত

সরকারি আদেশ অমান্য করায় দু’টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

চিতলমারী প্রতিনিধি

সরকারি আদেশ অমান্য করায় বাগেরহাটের চিতলমারীতে ২ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইয়েদা ফয়জুন্নেছের নেতৃত্বে উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেই সাথে তাদের সরকারি আদেশ মানার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময়ে সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনসহ কৃষি দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইয়েদা ফয়জুন্নেছা জানান, সরকারি নির্দেশ অমান্য করায় মোবাইল কোর্টে পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে কৃষি বিপনন আইন-২০১৮ সালের ১৯ ধারা মোতাবেক চিতলমারীর মেসার্স শেখ ট্রেডার্সকে ৫ হাজার ও মেসার্স এন এস ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

খুলনা গেজেট/ এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!