খুলনা, বাংলাদেশ | ১৩ মাঘ, ১৪৩১ | ২৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

‘সমালোচকরা যেন আয়নায় নিজেদের চেহারা দেখেন’

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনাকে কেন্দ্র করে কয়দিন ধরেই উত্তপ্ত ক্রিকেট অঙ্গন। সিনিয়র ক্রিকেটারদের মনে এসব সমালোচনা নিয়ে বিরাজ করছে অসন্তোষ। এবার তারকা ব্যাটার মুশফিকুর রহিমও এই ইস্যুতে মুখ খুললেন।

পারফরম্যান্স নিয়ে সমালোচনার বিষয়ে অসন্তোষ প্রকাশ পেয়েছে মুশফিকের কণ্ঠেও।
স্কটল্যান্ডের কাছে বাংলাদেশের ৬ রানের পরাজয়ের পর ঢালাওভাবে শুরু হয়েছিল দলের সমালোচনা। প্রশ্ন উঠেছিল সিনিয়রদের সামর্থ্য নিয়েও। এরপর সাকিব আল হাসান জানিয়েছিলেন, সিনিয়ররাই টি-টোয়েন্টিতে বেশি ভালো করছেন। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তো প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হতে মুশফিকুর রহিমের দিকেও ছুঁড়ে দেওয়া হল একই ইস্যু। জবাবে মুশফিক বললেন, ক্রিকেটারদের পারফরম্যান্সের সমালোচকরা যেন আয়নায় নিজেদের চেহারা দেখেন।

সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘যারা এসব বলেন তারা নিজেদের মুখটা আয়নায় দেখা উচিৎ। তারা দেশের হয়ে খেলে না, আমরাই খেলি। সবাই ভালো করার চেষ্টা করে। কোনো দিন হয়, কোনো দিন হয় না। আমরা সবাই দেশকে প্রতিনিধিত্ব করি, এই গর্ব নিয়ে মাঠে যাই এবং ভালো করার চেষ্টা করি।’

দীর্ঘ ১৬ বছর ধরে বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করা মুশফিকের কাছে অবশ্য সমালোচনা বা নিন্দা নতুন কিছু নয়। সাংবাদিকদের তিনি জানান, ‘এটা তো হতেই থাকবে। আপনি ভালো করলে সবাই তালি দিবে, খারাপ করলে গালি দিবে। এটাই স্বাভাবিক, তাই না? ১৬ বছর ধরে খেলছি। এটা আমার কাছে নতুন কিছু না।’

খুলনা গেজেট/ এস আই

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!