খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান
  ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত

সমস্ত জাতি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন: মির্জা ফখরুল

গেজেট ডেস্ক

সমস্ত জাতি আজ ভয়াবহ পরিস্থিতির সম্মুখী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকার ভয়াবহভাবে দখল করে সবকিছু তছনছ করে দিচ্ছে। যারা এসব বিষয়ে লিখতে চায়, তাদের সাইবার মামলা দেয়া হচ্ছে। ফ্যাসিবাদ যখন আক্রমণ করে, তখন তাদের হাত থেকে গণমাধ্যমও রেহাই পায় না। মনে হয়না এটা স্বাধীন রাষ্ট্র, মনে হয় ফ্যাসিবাদী রাষ্ট্র।

বিএনপি একা নয়, সকল রাজনৈতিক দলকে নিয়ে আন্দোলন করছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির আন্দোলন নস্যাৎ হয়নি। দাবি আরও বেগবান করে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। এ সময় জাতীয় ঐক্য আরও দৃঢ়ভাবে গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!