খুলনা, বাংলাদেশ | ১৫ মাঘ, ১৪৩১ | ২৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতো পরিণতি হবে নেতাকর্মীদের প্রতি তারেক রহমান

সব স্কুলে মিড ডে মিল, প্রাথমিক পর্যায়ে ১৫০ উপজেলায়

গেজেট ডেস্ক

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন: আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

গণসাক্ষরতা অভিযানের উদ্যোগে ও ব্র্যাক শিক্ষা উন্নয়ন ইনস্টিটিউটের সহযোগিতায় শিশুদের নিয়ে গবেষণাপত্র উপস্থাপন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘মিড ডে মিলের প্রসঙ্গ এসেছে, আমরা যেটা করবো– প্রত্যেকটা স্কুলকে অন্তর্ভুক্ত করবো। ১৫০টি উপজেলা আমরা প্রথমে বেছে নিয়েছি। যে অঞ্চলগুলো গরিব, প্রাথমিকভাবে সেখানকার স্কুলগুলোতে মিড ডে মিল চালু করা হবে। প্রধান উপদেষ্টা আমাকে উৎসাহ দিয়েছেন। আশা করি, এটা পাস হবে।’

সভাপ্রধান হিসেবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন এডুকেশন ওয়াচের আহ্বায়ক ড. আহমেদ মোশতাক রাজা। সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা উন্নয়ন ইনস্টিটিউটের সিনিয়র অ্যাডভাইজর ড. মুহাম্মদ মুসা। শুভেচ্ছা বক্তব্য রাখেন গণসাক্ষরতা অভিযানের উপরিচালক তপন কুমার দাশ। অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিচার ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাজমুল হক। গবেষণা প্রণয়ন করেন গণসাক্ষরতা অভিযানের কার্যক্রম ব্যবস্থাপক আব্দুর রউফ।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!