খুলনা, বাংলাদেশ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ছাত্রদের নতুন রাজনৈতিক দলেই যোগ দিতে হবে, এমন কোন বাধ্যবাধকতা নেই: উপদেষ্টা আসিফ মাহমুদ
  রাঙামাটির কাউখালীতে পিকআপভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত

ইসলাম-বৌদ্ধ-হিন্দু-খ্রিস্টান, সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়তে চাই : সেনাপ্রধান

গেজেট ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ইসলাম, বৌদ্ধ, হিন্দু, খ্রিষ্টানসহ সব ধর্ম ও জাতির সমন্বয়ে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। সব ধর্মের মানুষ একে অপরের প্রতি সহমর্মিতা ও সহাবস্থানের মধ্য দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।

শুক্রবার (৮ নভেম্বর) ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে পবিত্র কঠিন চীবর দান উৎসব ও জাতীয় বৌদ্ধধর্মীয় মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন।

অনুষ্ঠান চলাকালে আজানের সময় ধর্মীয় বোঝাপড়ার উদাহরণ দিয়ে তিনি প্রশংসা করে বলেন, এ ধরনের ধর্মীয় সম্প্রীতি ও মমত্ববোধ অতুলনীয়। হাজার বছরের ঐতিহ্যকে সম্মান জানিয়ে বাংলাদেশের প্রধান চার ধর্ম (সনাতন, বৌদ্ধ, খ্রিষ্টান ও ইসলাম) সহাবস্থানে রয়েছে। ধর্মীয় অনুষ্ঠানের সময় সকলকে নিরাপত্তা দিতে সেনাবাহিনী সহায়তা করছে এবং ভবিষ্যতেও করবে।

পার্বত্য জেলা নিয়ে তিনি বলেন, পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠী যেন একসঙ্গে সুন্দরভাবে সহাবস্থান করতে পারে সেই পরিবেশ তৈরি করতে চাই। সেখানে ভাষা, সংস্কৃতি ও জীবনবৈচিত্র্য সংরক্ষণে সেনাবাহিনী সব সময় সাহায্য করবে। পাশাপাশি পার্বত্য এলাকায় পর্যটন এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর, ভিয়েতনামের রাষ্ট্রদূত ন্যুয়েন মান কুঅং এবং অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার নারদিয়া সিম্পসন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!