খুলনা, বাংলাদেশ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  চার দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
  জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  গৌরবময় স্বাধীনতা দিবস আজ
সাতক্ষীরায় পরামর্শ সভায় বক্তারা

সবাই উদ্যোগী হলে সাতক্ষীরার প্রাণ প্রাণসায়ের খাল অবশ্যই রক্ষা পাবে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় প্রাণসায়ের খাল দখল-দূষণমুক্তকরণ ও খালের পরিবেশ-প্রকৃতি রক্ষায় এক পরামর্শ সভা সোমবার (২৪ মার্চ) বিকাল ৫টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক অধ্যাপক মোজাম্মেল হোসেন। সভা সঞ্চালনা করেন সদস্য সচিব শরীফুল্লাহ কায়সার সুমন। প্রাণসায়ের খালে বিদ্যমান দখল উচ্ছেদে আদালতের নির্দেশনামা পাঠ করেন সংঠনের সদস্য শেখ আফজাল হোসেন।

পরামর্শ সভায় মুখ্য আলোচক ছিলেন মামলার বিবাদী ও পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরা জেলার সহকারি পরিচালক সরদার শরিফুল ইসলাম। এ সময়ে উন্নয়নের মধ্যে আলোচনায় অংশ নেন পরিবেশ বিষয়ক সংগঠন বেলা’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, প্রাণসায়ের খাল নিকটবর্তী অধিবাসী ও সূর্যের আলো পত্রিকার সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী পল্টু, যমুনা বাঁচাও আন্দোলনের আহবায়ক ও দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সহকারী অধ্যাপক মোমেনা খানম, ওসিসি আব্দুল হাই সিদ্দিকী, প্রবীণ শিক্ষক ফজলুল হক, উদীচীর সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, উন্নয়নকর্মী আনজীর হোসেন, রোকনুজ্জামান, নাগরিক নেতা আলী নুর খান বাবুল প্রমুখ।

প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সিনিয়র সাংবাদিক ও নিউ এইজ’র সাংবাদিক রুহুল কুদ্দুস, চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক আমিনা বিলকিস ময়না, পত্রদূতের বার্তা সম্পাদক শহীদুল ইসলাম, খোলা কাগজের সাংবাদিক ইব্রাহিম হোসেন, নাগরিক টিভি ও প্রতিদিনের বাংলাদেশের সাংবাদিক কৃষ্ণ ব্যানার্জী, সাংবাদিক ইব্রাহিম হোসেন, দৈনিক দৃষ্টিপাতের ইমরান হোসেন প্রমুখ।

মামলার বিবাদী ও পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরা জেলার সহকারি পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, প্রাণসায়ের খাল সাতক্ষীরার প্রাণ। প্রাণসায়ের খাল খনন নিয়ে নানা অনিয়মের অভিযোগ আছে। এবিষয়ে সম্পৃক্তদের অবশ্যই জবাবদিহীতার আওতায় নিয়ে আসা উচিত। প্রাণসায়ের খালের গুরুত্ব অনুধাবন করেই অন্তবর্তী সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রাণসায়ের খননের ও রক্ষার নির্দেশনা প্রদান করেন।

পরিবেশ বিষয়ক সংগঠন বেলা’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল বলেন, প্রাণসায়েরের গুরুত্ব বিবেচনায় নিয়ে এটি রক্ষার জন্য উচ্চ আদালতে মামলা করেছে। উচ্চ আদালত থেকে প্রাণসায়ের রক্ষায় ও পরিবেশ রক্ষায় নির্দেশ নামা পেয়েছে। তথ্য সংগ্রহে আরটিআই করেছে। প্রাণসায়েরকে বাঁচাতে অবশ্যই প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ সফল হবে।

প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ এর আহবায়ক অধ্যাপক মোজাম্মেল হোসেন বলেন, সাতক্ষীরার নাগরিকরা প্রাণসায়ের রক্ষায় শুধু আন্দোলন করছে তা নয় সচেতনতার কাজও করে যাচ্ছে। সবাই উদ্যোগী হলে সাতক্ষীরার প্রাণ প্রাণসায়ের খাল অবশ্যই রক্ষা পাবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!