খুলনা, বাংলাদেশ | ১৩ ফাল্গুন, ১৪৩১ | ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  পদত্যাগ করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম
  জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম লিভ টু আপিলের অনুমতি পাবেন কিনা, শুনানি আগামীকাল
  তৎকালীন সরকারের যোগসাজশেই বিডিআর বিদ্রোহের ঘটনা, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উন্মোচিত হবে : মির্জা ফখরুল
তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছেনা কাঙ্খিত সেবা

সবই আছে, নেই প্রয়োজনীয় চিকিৎসক!

রাসেল আহমেদ, তেরখাদা

তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনেস্থেশিয়া থাকলেও সার্জারি চিকিৎসক না থাকায় অপারেশন থিয়েটারে ঝুলছে তালা। জনবল সংকটে ব্যাহত হচ্ছে উপজেলার লাখো মানুষের স্বাস্থ্যসেবা। ফলে বাধ্য হয়ে রোগীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হচ্ছে খুলনা সদরে।

জানা যায়, উপজেলার লক্ষাধিক মানুষ এই স্বাস্থ্য কমপ্লেক্সটির ওপর নির্ভরশীল। এছাড়া প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০ জনের অধিক রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন স্বাস্থ্য কমপ্লেক্সটিতে। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, আগের ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। বর্তমানে সেখানে ২৯ জন চিকিৎসকের বিপরীতে রয়েছেন মাত্র ৭ জন চিকিৎসক। এছাড়া জুনিয়র কনসালটেন্ট মেডিসিন, জুনিয়র কনসালটেন্ট গাইনি, জুনিয়র কনসালটেন্ট সার্জারী, ইএনটি বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, অর্থোপেডিকস, কার্ডিওলজি, চক্ষু, চর্ম, রেডিওগ্রাফি, ফিজিওথেরাপিসহ গুরুত্বপূর্ণ বিভাগের চিকিৎসক নেই। ফলে চাহিদা অনুযায়ী চিকিৎসাসেবা পাচ্ছে না উপজেলাবাসী। অনেকে ঝামেলার কারণে খুলনা গিয়ে ডাক্তার দেখিয়ে সেখানেই পরীক্ষা নিরীক্ষা করায়। এতে আর্থিকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্সটির সিনিয়র স্টাফ নার্স মীনা খানম বলেন, অপারেশন থিয়েটারটিতে সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত যন্ত্রপাতি থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট চিকিৎসকের অভাবে এটি চালু করা যাচ্ছে না। সার্জারি চিকিৎসক না থাকায় এনেস্থেশিয়া চিকিৎসক থাকলেও অপারেশন হয়না। ফলে সামান্য সার্জারির জন্যও রোগীদের খুলনায় যেতে হয়।

স্থানীয়রা জানান, অল্প সংখ্যক চিকিৎসক দিয়ে পুরো স্বাস্থ্য কমপ্লেক্সটি চালানো হচ্ছে। ডাক্তার না থাকার কারণে অপারেশন থিয়েটারের ভেতরের মালামাল নষ্ট হচ্ছে। এজন্য সরকারের সুদৃষ্টি কামনা করে অচিরেই অপারেশন থিয়েটার চালু ও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জাহিদুল ইসলাম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সটির সব বিভাগে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগ দেওয়া দরকার। অন্যথায় সবার পক্ষে খরচ দিয়ে খুলনায় গিয়ে চিকিৎসা করানো সম্ভব না।

আরেক রোগী কালাম বলেন, এখানে সব রোগের চিকিৎসা হয় না। এমনকি পরীক্ষা নিরীক্ষাও হয় না। যেসব চিকিৎসা সেবা দেওয়া হয় তার পরিক্ষা নিরিক্ষা করতে আবার খুলনায় যেতে হয়। ফলে অনেকে ঝামেলার কারণে খুলনায় গিয়ে ডাক্তার দেখিয়ে সেখানেই পরীক্ষা নিরীক্ষা করায়। এতে আর্থিকভাবে মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে।

এ বিষয়ে তেরখাদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানিয়া রহমান খুলনা গেজেটকে বলেন, আমাদের এখানে ২৯ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছে মাত্র ৭ জন। ফলে আশানুরূপ চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। চিকিৎসক সংকটের বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নিলে এ সংকট দূর হবে।

স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার বন্ধের বিষয়ে তিনি বলেন, একটি অপারেশন থিয়েটার চালু করতে হলে একজন সার্জারি চিকিৎসক ও একজন এনেস্থেশিয়া চিকিৎসক প্রয়োজন। কিন্তু এখানে দুইজনের একজন নেই। ফলে অপারেশন থিয়েটারটি বন্ধ রয়েছে। অপারেশন থিয়েটারটি চালুর বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!