সপ্তডিঙ্গা সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে আবেদিন ভিলার নূরজাহান মোহর স্মৃতি মিলনায়তনে দিবসটি উপলক্ষে ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহীদ সোহরাওয়ার্দ্দী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা বেগমের সভাপতিত্বে বেগম রোকেয়ার প্রতি সাতটি সংগঠনের পক্ষ থেকে সম্মিলিতভাবে গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সপ্তর্ষীর সদস্য হাবিবা আক্তার। সপ্তডিঙ্গার সাধারণ সম্পাদক অধ্যাপক মিনু মমতাজ স্বাগত বক্তব্য প্রদানপূর্বক সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন।
অনুষ্ঠানে বেগম রোকেয়ার উপর আলোচনা করেন সপ্তর্ষির সভানেত্রী অধ্যাপক হোসনে আরা মাহমুদ লিলি, এডভোকেট তসলিমা ছন্দা, বনলতার প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক প্রফেসর সেলিনা বুলবুল, সমাজসেবা অফিসার আফরোজা সুলতানা, লেখক ও সাংস্কৃতিককর্মী নাহিদ পারভীন প্রমূখ। কবিতা পাঠ করেন কবি শাহীনা বাবর ও কবি আলমাস আরা। সংগীত পরিবেশন করেন রূপসা নন্দিনীর প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদিকা শামীম আরা রীতা।
অনুষ্ঠানে খুলনার প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মী মনোয়ারা বেগমকে সপ্তডিঙ্গা ফোরাম থেকে সম্মাননা জানানো হয়। তাঁর উপর আলোচনা করেন অধ্যাপিকা সুরাইয়া বেগম।
সেই সঙ্গে সংগঠনে বিশেষ অবদান রাখার জন্য সপ্তর্ষীর সাবেক কোষাধ্যক্ষ শারমিন আক্তার ময়নাকে সপ্তর্ষীর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এছাড়া বিজয়ের মাস ও বেগম রোকেয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি সাহিত্য ভাঁজপত্র প্রকাশিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারভিন আক্তার, রহিমা জালাল হাসি, জান্নাতুল ফেরদৌস মিম, রাজিয়া সুলতানা বেবী, ফরিদা আক্তার ময়না, হোসনেআরা শিলা, শাহানা রহমান লাভলী, শিরিণ রহমান রানী, সুফিয়া হায়দার, নাহিদ সুলতানা, সায়মা শামসুদ্দিন, আতিয়া জিন্নাত লাবিবা, শারমিনা সুলতানা, তানিয়া জামান ও মামনুরা জাকির খুকুমণি।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রূপসা নন্দিনী ও সপ্তর্ষীর উপদেষ্টা অধ্যাপক আমিন মোহাম্মদ মনজুর মোর্শেদ, সপ্তর্ষির কোষাধ্যক্ষ জেসমিন আরা ও প্রচার সম্পাদক জিনিয়া রহমান শেলী।
খুলনা গেজেট/এনএম