যশোরে সোমবার (২৬ জুন) সন্ধ্যা রাতে ছুরিকাঘাতে জসীম উদ্দীন (২৮) নামে এক মাছ ব্যবসায়ী খুন হয়েছেন। তিনি মণিরামপুর উপজেলার হাকোবা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, মণিরামপুর উপজেলার হাকোবা গ্রামের একটি মৎস্য ঘেরের ম্যানেজার ছিলেন জসীম উদ্দীন। এদিন বিকেলে তিনি প্রয়োজনীয় কাজে সাথে ভাইকে নিয়ে যশোরে আসেন। রাত ৮টার দিকে ফিরে যাবার পথে শহরের বকচর কোল্ডস্টোরের সামনে তাকে কতিপয় দুর্বৃত্ত আটক করে। এসময় অস্ত্রধারীরা তাকে গাড়ি থেকে নামিয়ে উপর্যূপরিভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহমেদ তারেক শামস বলেন, অতিরিক্ত রক্তক্ষণের কারণে তার মৃত্যু হয়েছে। তার শরীরে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
বিষয়টি নিয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন পূর্ব শত্রুতার কারণে এ হত্যার ঘটনাটি ঘটেছে। এর সাথে জড়িতদের আটকে পুলিশ চালিয়ে যাচ্ছে।
খুলনা গেজেট/কেডি