তিন ঘন্টা পর খুলনায় পরিত্যক্ত গাড়ির প্রকৃত মালিকের সন্ধান মিলেছে। প্রমাণ সাপেক্ষে গাড়িটি বুঝিয়ে দেয় সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ। গাড়ির প্রকৃত মালিক হলেন ঢাকা স্কয়ার হাসপাতালের চিকিৎসক খান মৌসুমী হাসানাত।
এর আগে রবিবার সকাল ১০ টার দিকে সোনাডাঙ্গা বাসষ্টান্ডে পরিত্যক্ত অবস্থায় একটি গাড়ি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। গাড়িটি পাওয়ার পর থেকে মানুষের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়।
সোনাডাঙ্গা থানার এসআই আব্দুল হাই বলেন, সকাল ১০ টার দিকে একটি সাদা রংয়ের প্রাইভেট নগরীর সোনাডাঙ্গা থানা সংলগ্ন বাসস্ট্যান্ডে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। যার নম্বর ঢাকা মেট্রো-গ ৩৭-৮৫৬৯। পুলিশ সেখানে গিয়ে গাড়িটি হেফাজতে নেয়। মালিকের সন্ধান করা হয়। পরবর্তীতে জানা যায় গাড়িটি ঢাকা স্কয়ার হাসাপাতালের চিকিৎসক খান মৌসুমী হাসানাতের। তার বাড়ি গল্লামারী এলাকায়। রাস্তায় গাড়িটি তেল ফুরিয়ে যাওয়ার কারণে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। চালক গাড়িটি সেখানে রেখে তেল আনতে যায়। ৩ ঘন্টা অতিবাহিত হওয়ার পর কাগজপত্র নিয়ে থানায় আসেন মালিক পক্ষ পরে সেগুলো যাচাইবাছাইের পর প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয় বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান।
খুলনা গেজেট/সাগর/এনএম