সড়ক দূর্ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী মারা গেছেন। নিহত মনির হোসেন বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব।
মনির কুষ্টিয়ার কুমারখালির বিল্লাল হোসেনের ছেলে। তিনি ক্লাস শেষ করে দুইটার পরে সিএনজিতে করে কুষ্টিয়া যাচ্ছিলেন। পৌনে তিনটার দিকে চৌরহাস এলাকায় বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি দূর্ঘটনা ঘটে। এতে মনিরের মাথা মারাত্মকভাবে জখম হয়। পরে উপস্থিত লোকজন তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। পৌনে চারটার সময় অপারেশন থিয়েটারে মৃত্যুবরণ করেন তিনি।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবদুল মোত্তালিব বলেন, ‘আমরা তার মৃত্যুর খবরটি অবগত হয়েছি। কুষ্টিয়া সদর হাসপাতালে তার মৃত্যু হয়েছে। অন্যান্য শিক্ষকদের নিয়ে হাসপাতালে দিকে রওনা হয়েছি।’
খুলনা গেজেট/এএজে