খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট
  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর পৌনে ৬ টার দিকে নগরীর নিরালা হাজী বাড়ির বিপরীত দিকে এ ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার বিষয়টি সোনাডাঙ্গা থানার এস আই মো: সুমন নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, ভোর পৌনে ৬ টার দিকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিরালা থেকে ময়লাপোতার দিকে যাচ্ছিল। মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধা রাস্তা পার হয়ে অপর প্রান্তের দিকে যাচ্ছিল। এ সময়ে ওই সিমেন্ট বোঝাই ট্রাকটি বৃদ্ধার শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সোনাডাঙ্গা থানার এস আই মো: সুমন খুলনা গেজেটকে জানান, ভোর পৌনে ৬ টার দিকে স্থানীয়রা থানায় খবর দিলে তিনি ঘটনাস্থলে পৌঁছান। ট্রাকের চাপায় ওই বৃদ্ধার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। বৃদ্ধাকে এলাকার কেউ শনাক্ত করতে পারেনি। তার গায়ের রং ফর্সা ও হালকা হলুদ রংয়ের একটি মেক্সি পরা ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/সাগর/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!