সাতক্ষীরার কালিগঞ্জে সদক দুর্ঘটনায় আহত ধলবাড়িয়া ইউনিয়নের তিনবার নির্বাচিত সদস্য শেখ গোলাম মোস্তফা (৪৬) মারা গেছেন। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎিসাধীন অবস্থায় বুধবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
শেখ গোলাম মোস্তফা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের বাজুয়াগড় গ্রামের মৃত আব্দুর রহমান শেখের ছেলে। তিনি ধলবাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে তিনবার নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ মে এক আত্মীয়ের মোটরসাইকেলের পিছনে বসে সাতক্ষীরা থেকে বাড়িতে ফিরছিলেন শেখ গোলাম মোস্তফা। পতিমধ্যে মোটরসাইকেল চালক জরুরি ব্রেক করলে তিনি পিছন থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে জ্ঞান হারান। দ্রুত তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে, তারপর সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে এবং সর্বশেষ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। দুর্ঘটনার ৬ দিন পর বুধবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক শেখ গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
খুলনা গেজেট/এমএনএস