খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ঝটিকা মিছিলের ঘটনায় হরিণটানা, খালিশপুর ও আড়ংঘাটা থানায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের ৩ মামলা, মোট আটক ৪০
  জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি মঙ্গলবার
  কুয়েটের শিক্ষার্থীদের আল্টিমেটাম শেষ হচ্ছে বিকাল ৩টায়, দাবি পূরণ না হলে আমরণ অনশনের ঘোষণা

সজল-সারিকার ‌‘পরী থাকে আসমানে’

বিনোদন ডেস্ক

সবুজ কাজ করে কক্সবাজারের শুটকি পল্লীতে। বাবা-মাহীন সবুজ বেড়ে ওঠে ওই পল্লীতেই। ভালোবাসে পরীকে। পরীর মা খাবারের হোটেল পরিচালনার পাশাপাশি শুটকির ব্যবসাও করেন।

অপর দিকে শুটকি পল্লীর মহাজন শওকতও পছন্দ করে পরীকে। পরীও তাকে ফিরিয়ে দিতে পারে না। কারণ সবুজ তার অধীনেই কাজ করে, যদি শওকত বিষয়টি জানতে পারে তা হলে সবুজের ক্ষতি হতে পারে। এভাবেই এগিয়ে যায় ‘পরী থাকে আসমানে’ নাটককের গল্প।

ইউসুফ আলী খোকনের রচনায় নাটকটি নির্মাণ করেছেন দীপু হাজরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নুর সজল, সারিকা সাবরিন, নজরুল রাজ, রাশেদা রাখী, নাছিম রেজা শোভন, শাহরিয়া আলভিকা, সাইফ খান, এস এইচ সুমন প্রমুখ।

কক্সবাজারে শুটকি পল্লীসহ বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রায়ণ করা হয়। প্রযোজনা করেছে রাজ মাল্টিমিডিয়া। নির্মাতা জানিয়েছেন শুক্রবার (১৮ জুন) রাত ১০টায় নাটকটি মাছরাঙা টেলিভিশনে দেখানো হবে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!