খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
  সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত : প্রেস উইং

সচিবালয়ে আগুন : পরীক্ষা করা হবে ছাইসহ পোড়া জিনিসপত্রের

গেজেট ডেস্ক

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। গতকাল শুক্রবার কমিটির সদস্যরা সচিবালয়ে বৈঠক করেন। সেই সঙ্গে তারা পরিদর্শন করেছেন পুড়ে যাওয়া ৭ নম্বর ভবন। এ ছাড়া ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামতের রাসায়নিক পরীক্ষা করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিট। সংগ্রহ করা হয়েছে সিসি ক্যামেরার ফুটেজ। এসব বিশ্লেষণের মাধ্যমে আগুনের কারণ সম্পর্কে ধারণা পাওয়ার আশা করা হচ্ছে।

গতকাল সচিবালয়ে বৈঠক শেষে তদন্ত কমিটির সদস্য ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ড নাশকতা, নাকি দুর্ঘটনা এ বিষয়ে মন্তব্য করার মতো অবস্থা হয়নি। আমরা ঘটনাস্থল পরিদর্শন ও বিষয়গুলো পর্যবেক্ষণ করছি।

এর আগে বৈঠকে অংশ নেন তদন্ত কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ওসমান গণি, সদস্য সচিব পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, কমিটির সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হামিদুর রহমান, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক তানভীর মনজুর, সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল, বুয়েটের কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াছির আরাফাত খান এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাত।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটও আগুনের কারণ অনুসন্ধান করছে। গতকাল সকালে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এবং সিআইডির সদস্যরা গতকাল দ্বিতীয় দিনের মতো সেখান থেকে আলামত সংগ্রহ করেন। তারা জানান, আলামত পেতে ভবনের ভেতরের পাশাপাশি বাইরেও তল্লাশি চালানো হচ্ছে।

সিআইডির ক্রাইমসিন ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থল থেকে মূলত ছাই এবং পুড়ে যাওয়া বিভিন্ন জিনিসপত্রের অবশিষ্টাংশ সংগ্রহ করা হয়েছে। সেগুলোর রাসায়নিক পরীক্ষা করা হবে। দু’তিন দিনের মধ্যে এই প্রতিবেদন পাওয়া যাবে। সেসঙ্গে পুড়ে যাওয়া ভবন ও আশপাশের ভবনের কিছু সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে, আরও সংগ্রহ করা হচ্ছে। সেগুলো বিশ্লেষণ করেও অনেক তথ্য পাওয়া যাবে বলে আশা করছি।

অগ্নিকাণ্ডের ঘটনার পর গতকাল সাপ্তাহিক ছুটির দিনেও সচিবালয় ঘিরে ছিল কঠোর নিরাপত্তা বলয়। এক নম্বর ফটক ছাড়া অন্যগুলো বন্ধ ছিল। সেনাবাহিনী, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। গতকালও বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ পুড়ে যাওয়া ভবন দেখতে ভিড় জমান। তবে সচিবালয়ের আশপাশে কাউকে দাঁড়াতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সরেজমিন দেখা যায়, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা আলাদা সময়ে সচিবালয়ে ঢুকছেন ও বের হচ্ছেন। অগ্নিকাণ্ডের ঘটনার তথ্য সংগ্রহের জন্য তারা এসেছেন বলে জানা গেল। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারীকেও দেখা যায়।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, মন্ত্রণালয়গুলোর কার্যক্রম পরিচালনা করার জন্য, কার্যক্রম চলমান রাখার জন্য অন্য সরকারি দপ্তর যেখানে জায়গা খালি আছে সেই জায়গাগুলোতে রিলোকেট করার প্রক্রিয়া শুরু করেছি। এরই মধ্যে কোথায় কোথায় খালি আছে, কোথায় কোথায় মন্ত্রণালয়গুলোর কার্যক্রম আপাতত অস্থায়ীভাবে পরিচালনা করা যায়।

গত বুধবার গভীর রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটে। একসঙ্গে ভবনের তিন অংশে আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট টানা ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুই বিভাগ; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্রসহ সব কম্পিউটার ও আসবাব পুড়ে ছাই হয়েছে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!