প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। চা খেয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই।
তিনি বলেন, আপনি বলে দেন তত্ত্বাবধায়ক সরকার মেনে নেবেন। এখন সঙ্কটের সমাধান একটাই-তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন।
রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
তিনি বলেন, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। সরকারের ব্যর্থতার কারণে মানুষ খুব কষ্টে আছে। মানুষ দুবেলা খেতে পারছে না।
বিদ্যুতের লোডশেডিং প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, জ্বালানির বিষয়ে সরকার কোনো পরিকল্পনা করেনি। যার কারণে এখন বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। রেমিটেন্স কমে আসছে।
খুলনা গেজেট/ এস আই