তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দশজন নিহত হয়েছেন। বুধবার (১১ অক্টোবর) সকালে ওই দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে উপজেলার চেলেরঘাট এলাকায় পাঁচজন, ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় চারজন ও মুন্সিগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় পাঁচজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
ভালুকার রাসেল গার্মেন্টস নামে পোশাক কারখানার শ্রমিকদের বহন করা বাসটি ত্রিশাল থেকে শ্রমিকদের নিয়ে ভালুকার দিকে যাচ্ছিল। পথে চেলের ঘাটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ওভারটেক করে সামনে গিয়ে যাত্রী ওঠানোর সময় পেছন থেকে অন্য একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন- ত্রিশাল উপজেলার কাঁঠাল এলাকার তেঁতুলিয়া গ্রামের জেসমিন আক্তার (২৫), ত্রিশালের সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৩০), ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার লিটন মিয়া (৩২)। তারা সবাই রাসেল গার্মেন্টের শ্রমিক।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। হাসপাতালে নেয়ার পথে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
এদিকে, ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটবাউর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
অপরদিকে, মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।
খুলনা গেজেট/এনএম