বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) প্রতিষ্ঠাতা মহাসম্পাদক, বেসরকারী শিক্ষক কর্মচারীদের চাকুরীবিধি প্রবর্তন, জাতীয় বেতন স্কেলে অন্তর্ভূক্তকরণ এবং অবসর সুবিধা বাস্তবায়নের রূপকার শিক্ষকবন্ধু প্রফেসর এম. শরীফুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এবং বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ (বিপিসি)-এর উদ্যোগে এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিরপুরস্থ বাকশিসের কার্যালয়ে, বাকশিস সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বিপিসি সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল হান্নান।
সভায় প্রধান বক্তা অধ্যক্ষ মাজহারুল হান্নান বলেন শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই তাই সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।
অন্যান্যদের মধ্যে আলোচনা করেন অধ্যাপক সিদ্দিকুর রহমান, ড. এ.কে.এম আব্দুল্লাহ, ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, অধ্যাপক আনোয়ার হোসেন মন্ডল, সৈয়দ মোহাম্মদ ইউসুফ সুমন, অধ্যাপক জহির উদ্দিন আজম, অধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা প্রফেসর শরীফুল ইসলামের সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
খুলনা গেজেট / এস আই