অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংস্কারে গতি বাড়ান। মৌলিক সংস্কার করে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিন। যাতে আপনারা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় জামায়াতের আমির বলেন, আমরা আপনাদের চাপ দিচ্ছি না। আমরা অনুরোধ করছি মূল্যবান সময়টাকে দীর্ঘায়িত না করে যৌক্তিক সময়ে নির্বাচন দিন। তিনি আরও বলেন, ভারতের হলুদ মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, তারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে এর প্রতিবাদ জানিয়েছে। তারা প্রমাণ করেছে এ দেশ আমাদের সবার।
ডা. শফিকুর রহমান বলেন, ‘কুমিল্লা নামে বিভাগ না দিয়ে শেখ হাসিনা কুমিল্লাবাসীকে অপমানিত করেছেন। কুমিল্লায় বিভাগ ও বিমান বন্দর চালুকরণ কুমিল্লাবাসীর একটি যৌক্তিক দাবি।’
তিনি বলেন, ‘কুমিল্লা অঞ্চল আমাজন থেকে আসেনি। কুমিল্লা বাংলাদেশেরই অন্যতম একটি জেলা। বাবার খুনির এলাকা কুমিল্লা নামে বিভাগ না দিয়ে একটি জেলার মানুষকে বারবার অপমানিত করেছেন শেখ হাসিনা। কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ হওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘আমরা একটি বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গঠন করতে চাই। সম্প্রতি ভারতের হলুদ মিডিয়া বাংলাদেশ বিষয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে। এসব সংবাদের প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। চরমপন্থীদের হাতে নৃশংসভাবে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম। এই খুনের সুষ্ঠু বিচার চাই। আমরা আইন নিজের হাতে তুলে নেব না।’
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়াও দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রসঙ্গেত, দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে যোগ দিতে কুমিল্লাসহ ৬টি জেলার নেতৃবৃন্দ ছুটে আসেন। সম্মেলনস্থলে ছিল নেতাকর্মীদের ঢল।
খুলনা গেজেট/এমএম