খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েলের ব্যক্তিগত তহবিল থেকে শারদীয়া দুর্গোৎসব-২০২১ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও খুলনা সদর ও সোনাডাঙ্গা থানাধীন ৩৫টি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে শ্রীশ্রী কালীবাড়ী কয়লাঘাটা মন্দির প্রাঙ্গণে আজ শনিবার বিকেলে পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর সহ-সভাপতি এ্যাড. অলোকানন্দা দাসের সভাপতিত্বে এক আলোচনা সভা ও আর্থিক অনুদান প্রদান করা হয়।
সংসদ সদস্যের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও আর্থিক অনুদান প্রদান করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথি বলেন, সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল শারদীয়া দুর্গোৎসবে সকলকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানিয়ে শান্তিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি তাঁর সংসদীয় আসনের প্রতিটি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করে আপনাদের এই উৎসবের সাথে সম্পৃক্ততা ব্যক্ত করেছেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা। মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফকির সাইফুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ বিকু কাজী, মাহবুব আলম বাবলু, বিজয় কুমার ঘোষ।
খুলনা গেজেট/এএ