মহামারির বাস্তবতায় দাঁড়িয়ে অর্থনীতির ক্ষত সারানোর পাশাপাশি মানুষের জীবন-জীবিকা রক্ষার চ্যালেঞ্জ সামনে নিয়ে নতুন অর্থবছরের জন্য ছয় লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট জাতীয় সংসদের সামনে উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
জাতীয় সংসদে বৃহস্পতিবার বিকেল তিনটায় শুরু হয় বাজেট অধিবেশন। এর আগে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করে মন্ত্রিসভা। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
সকালেই বৈঠকে যোগ দিতে সংসদ ভবন এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থমন্ত্রীসহ মন্ত্রিসভার অন্য সদস্যরাও এতে অংশ নেন।
একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ ও সরকারের চলতি মেয়াদের তৃতীয় বাজেট অধিবেশন শুরু হয় বুধবার। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে দেশের ইতিহাসের ৫০তম বাজেট অধিবেশন এটি।
বুধবার বিকেল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় এ বাজেট অধিবেশন। অধিবেশনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বেলা তিনটায় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি হতে যাচ্ছে আওয়ামী লীগ সরকারের ২১তম বাজেট। অর্থমন্ত্রী হিসেবে এটি মুস্তফা কামালের তৃতীয় বাজেট।
প্রতি অর্থবছরের জুনের শুরুতে বাজেট উত্থাপন এবং ৩০ জুনের মধ্যে বাজেট পাস করা হয়। এবারও সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২০২১-২০২২ অর্থবছরের বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী।
এবার বাজেট পাস হবে আগামী ৩০ জুন। আর ১ জুলাই থেকে কার্যকর হবে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট।
খুলনা গেজেট/ এস আই