সংলাপের মাধ্যমেই চলমান রাজনৈতিক সমস্যার সমাধান করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে আজ সোমবার (৩০ অক্টোবর) কৃষিমন্ত্রী এ কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, ‘সংলাপের মাধ্যমেই দেশে চলমান রাজনৈতিক সমস্যার সমাধান করতে হবে। সারা পৃথিবীতে অনেক সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই হয়েছে। সংলাপের বিকল্প নেই। সেটিই আমাদের করতে হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করছে। এ সরকার থাকলে তারা নির্বাচনে যাবে না। এমনকি, এই নির্বাচন কমিশনের আওতায় তারা নির্বাচন করবে না বলেও ঘোষণা দিয়েছে। এমতাবস্থায় তাদের সঙ্গে সংলাপ হয় কীভাবে?’
আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘সংবিধান অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করতে হবে ও সংসদ অধিবেশন বসতে হবে। এই বেসিক ইস্যুগুলো বিএনপি মেনে নিলে তাদের সঙ্গে অবশ্যই বসে একটি সুন্দর নির্বাচন করার বিষয়ে আলোচনা হতে পারে।’
অন্যদিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এখন চূড়ান্ত সন্ত্রাসী সংগঠনের রূপ ধারণ করছে। তাদের সাথে আলোচনার প্রশ্নই আসে না।’
আজ সোমবার (৩০ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
সম্প্রচারমন্ত্রী বলেন, ‘যারা বিচার ব্যবস্থার ওপর হামলা চালায়, যারা হাসপাতালে হামলা চালিয়ে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয়, ভাঙচুর করে, যারা পুলিশ হত্যা করে, তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না।
খুলনা গেজেট/এমএম