খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

সংবিধান প্রণেতা এনায়েত আলি হাসপাতালে চিকিৎসাধীন, সুস্থতা কামনা খুলনা চেম্বারের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির লিগ্যাল এ্যাডভাইজার এ্যাড. মোঃ এনায়েত আলি গত ১৪ আগস্ট রাত সাড়ে ১১টারদিকে মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত সমস্যায় আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে নগরীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

তার আশু সুস্থ্যতায় মহান আল্লাহ্ রাব্বুল আল-আমিনের দরবারে দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক, উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু ও মোঃ মোস্তফা জেসান ভূট্টো, পরিচালক গোপী কিষণ মুন্ধড়া, এমএ মতিন পান্না, জেডএ মাহামুদ ডন, এসএম ওবায়দুল্লাহ, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, ঠাকুর মোঃ শাহ্ আলম, জোবায়ের আহমেদ খান জবা, মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, মোঃ মোশাররফ হোসেন, শেখ আল্লামা ইকবাল তুহিন, মোঃ আবুল হাসান, দীপক কুমার দাস, মোঃ ইসলাম খান, উজ্জ্বল কুমার গাঙ্গুলী, শেখ মোঃ গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ উজ জামান।

বর্ষিয়ান আইনবীদ এনায়েত আলি জাতীয় সংসদের সাবেক সদস্য, জাতীয় পরিষদের সাবেক সদস্য, খুলনা পৌরসভার সাবেক চেয়ারম্যান, খুলনা জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক, খুলনা শিশু ফাউন্ডেশনের এ্যাডহক কমিটির সদস্য এবং নির্বাহী কমিটির সাবেক সভাপতি ও খুলনা শিশু হাসপাতাল নির্মানে অন্যতম প্রতিষ্ঠাতা, ক্যাব খুলনার সভাপতিসহ খুলনার স্থানীয় বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন সময়ে গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করেছেন।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!