পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, কোনো দেশ বা সংস্থার কাছ থেকে বর্তমান সংবিধানের বাইরে গিয়ে রাজনৈতিক সংলাপের প্রস্তাব বা পরামর্শ পাইনি। গত ৯-১০ বছরে এমন কোনো প্রস্তাব বা পরামর্শের বৈঠকে অংশ নেইনি। এমনকি কোনো দেশ বা সংস্থা পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার অন্য সহকর্মীদেরও এমন কোনো নির্দেশনা দেয়নি।
রোববার (১১ জুন) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক নেতারা (বিরোধীরা) কেন এসব কথা বলছে, আমি জানি না। তবে আমরা কোনো দেশ বা সংগঠনের কাছ থেকে এমন কোনো প্রস্তাব পাইনি।
জাতিসংঘের সম্পৃক্ততা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো প্রয়োজন নেই। জাতিসংঘ যুদ্ধ, গৃহযুদ্ধ বা ব্যাপক সংঘাতের পরিস্থিতিতে জড়িয়ে পড়ে। বাংলাদেশে পরিস্থিতি অনেককাল আগে সে রকম ছিল।
শাহরিয়ার আলম বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন কাজ করছে। এই প্রচেষ্টা প্রত্যয়িত (সার্টিফাই) করার জন্য ইসি বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইসির দেওয়া নির্দেশনা প্রতিপালন করবে।
খুলনা গেজেট/কেডি