খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫
  গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে নিহত ১

সংবাদ পাঠকের তৃষ্ণা মেটাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ

মোঃ মাহমুদ আহসান

পীর খানজাহানের স্নেহধন্য, বিজ্ঞানী পিসি রায়ের স্মৃতি বিজড়িত, বঙ্গোপসাগর বিধৌত, চিংড়ির রাজধানী, সুন্দরী সুন্দরবনের পাদদেশে আর বন্দরের গৌরবগাঁথা জেলা খুলনা। শতবর্ষের ঐতিহ্য ধারণ, অর্থনীতিকে সমৃদ্ধি, শিল্প, সংস্কৃতির বিকাশ আর মুক্তিযুদ্ধের চেতনা লালন করে প্রকাশিত হয়েছে অনলাইন নিউজ পোর্টাল ‘খুলনা গেজেট’। পাঠক প্রিয় এ অনলাইনের শিশুকাল, বয়স এক বছর। দ্বিতীয় বর্ষে পর্দাপণ করল। আজকের এ আনন্দঘন মুহুর্তে আমাদের অগণিত প্রিয় পাঠক, শুভাকাঙ্খী ও বিজ্ঞাপনদাতাকে একগুচ্ছ লাল গোলাপ শুভেচ্ছা। এ সময় আমাদের কামনা, আপনাদের সবার জীবন সুন্দর হোক।

করোনার ভয়াল থাবা বিশ্ব মানচিত্রের ওপর আঘাত হেনেছে। বিধ্বস্ত হয়েছে অর্থনীতি। বহিঃ বিশ্বের এক দেশের সাথে আর এক দেশের সড়ক ও আকাশ যোগাযোগ বিচ্ছিন্ন। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, ল্যাটিন আমেরিকা ও যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিল থামছে না।

সাদা-কালো, নারী-পুরুষ, ক্ষমতাসীন-ক্ষমতাহীন, আমীর-ফকির, শ্রমিক-মালিক ও জাতীয়তাবাদী-মার্কসবাদী সবার একটাই লক্ষ্য করোনা নির্মূল। শতকন্ঠে একই শ্লোগান মানুষ বাঁচাও, ক্ষুধার্তকে খাবার দাও ও আক্রান্তদের চিকিৎসা দাও। এ শ্লোগানের সাথে আমরাও একাত্ম। বিশ্বের নিপীড়িত, গণতন্ত্র প্রত্যাশী, ক্রীড়ামোদী, পুঁজিপতি, শিল্পপতি, অতিমারী, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি, অপরাধ, আত্মসাৎ, শাস্তি, খুন, ফাঁসি, প্রণোদনা, অনুদান, আম্পান, ইয়াস ইত্যাদির খবর ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আমরা ঘরে ঘরে পৌঁছে দিয়েছি।

‘সবার আগে সঠিক খবর’ এ শ্লোগান বাস্তবায়নে আমাদের সংবাদকর্মিরা দিনরাত পরিশ্রম করেছেন। অতিবৃষ্টি, অতিমারী, শৈত প্রবাহ, দাপদাহ আমাদের অগ্রযাত্রাকে থামাতে পারেনি। নানা প্রতিকূলতায় আমরা সত্য প্রকাশ করেছি, প্রতি মুহুর্তের ঘটনা প্রবাহ পাঠকের কাছে তুলে ধরেছি। আমাদের আন্তরিকতার ঘাটতি কখনও ছিল না। স্বল্প পরিসরের ভুল থাকলে সেটা আমাদের অনিচ্ছাকৃত ত্রুটি।

তথ্য আদান প্রদানের এ প্রতিযোগিতায় আমরা সবার শীর্ষে, অন্য সবার আগে থাকতে চাই। প্রিয় পাঠক, এক বছরে আমাদের এ অর্জনের কাফেলায় আপনাদের অংশগ্রহণ ও সুচিন্তিত মতামত আমাদের প্রত্যাশা। সংবাদ মাধ্যমের প্রতিযোগিতায় আমাদের অবস্থান সুদূঢ় করতে প্রচেষ্টা অব্যাহত থাকবে। সফল অর্জনের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে এবং সংবাদ পাঠকের তৃষ্ণা মেটাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আজকের এ শুভ দিনে এটাই আমাদের অঙ্গিকার।

মোঃ মাহমুদ আহসান : সম্পাদক, খুলনা গেজেট।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!