খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন

সংবাদদাতা নিয়োগ দেবে খুলনা বেতার

গেজেট ডেস্ক 

আঞ্চলিক বার্তা সংস্থা, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আওতাধীন খুলনা জেলা, মহানগর ও ক্রীড়া সংবাদদাতা, মোংলা বন্দর, সাতক্ষীরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলার সংবাদাতা চুক্তিবদ্ধকরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করেছে।

নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর এবং সাংবাদিকতায় কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

অডিও এবং ভিডিও প্রতিবেদন তৈরিতে পারদর্শীদের অগ্রাধিকার দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর-২০২৪ খ্রি. তারিখের মধ্যে আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক, আঞ্চলিক বার্তা সংস্থা, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের বরাবর আবেদন পাঠাতে হবে। আবেদপত্রের সাথে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রেরর ফটোকপি এবং সকল একাডেমিক পরীক্ষার সত্যায়িত সনদপত্র ও অভিজ্ঞতা সনদপত্র সংযুক্ত করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

খুলনা আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এবিষয়ে বিস্তারিত তথ্যের জন্য খুলনা বেতারের নোটিশবোর্ড অথবা ০২-৪৭৭৭০২৪৪৭ এ ফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!