খুলনা, বাংলাদেশ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ২২
  কুষ্টিয়ার বটতৈলে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

সংঘর্ষের দুই মাস পর কুয়েটের ২২ শিক্ষার্থীর নামে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক

গত ফেব্রুয়ারি মাসে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন কুয়েটের শতাধিক শিক্ষার্থী। এ ঘটনার দু’মাস পর মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া এলাকার হোচেন আলী নামে এক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর নাম উল্লেখ করে আদালতে মামলার আবেদন করেছেন। গত বৃহষ্পতিবার (৯ এপ্রিল) তিনি খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আমলী আদালতে এই আবেদন করেন। আদালত খানজাহান আলী থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এদিকে মামলা দায়েরের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে শিক্ষার্থীরা। তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবেন।

মামলায় কুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী ওমর ফারুক (২২), ইসিই ডিপার্টমেন্টের জাহিদুর (২৩), ট্রিপল ই ডিপার্টমেন্টের ওবাইদুল্লাহ (২৩), টি.ই, ডিপার্টমেন্টের মোহন (২৩), ট্রিপল ই ডিপার্টমেন্টের গালিব রাহাত (২৩), ট্রিপল ই ডিপার্টমেন্টের সাদাত তানভীর মাহিন (২৩), ট্রিপল ই ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রায়হান শরিকুল (২৩), ট্রিপল ই ডিপার্টমেন্ট এর শেখ মুজাহিদ (২৩), ট্রিপল ই ডিপার্টমেন্ট, আই, ই, এম, ডিপার্টমেন্ট এরে সাজ্জাদ ফরহাদ (২৩), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর হিমেল (২৩), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, শোভন (২৩), ই সিই ডিপার্টমেন্ট এর ইছা আনছারী (২০), সি এইচ ই ডিপার্টমেন্ট এর আবু হাসান খালিদ (২৩), এল ই ডিপার্টমেন্ট এর ইয়াছিন রোওয়ান (২০), এম ই ডিপার্টমেন্ট এর ফজলে রাব্বি, কুয়েট শিক্ষার্থী জাহিদুল ইসলাম নায়েল, এম ই ডিপার্টমেন্ট এর সাফতি আনছারী (২৩), কুয়েট শিক্ষার্থী আব্দুর রাহিম মৃধা (২০), এম ই ডিপার্টমেন্ট এর আজমাইন ইসরাক অর্নব (২০), ট্রিপল ই ডিপার্টমেন্ট এর মুজাহিদ (১৯), ইন্ডাষ্ট্রিয়াল প্রোডাকশন ও ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর মাহাদি হাসান (২৫), কুয়েট শিক্ষার্থী অভি (২৩) ও অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. শেখ শরিফুল আলম খুলনা গেজেটকে বলেন, মামলার বিষয়ে আমি আগে কিছু জানতাম না। আজকে পত্রিকা মারফত জানতে পারলাম। বিষয়টি খতিয়ে দেখব।

এদিকে ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের সম্পর্কে কুয়েট-১৯ নামে ফেসবুক পেজে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক প্রতিক্রিয়ায় প্রশ্ন রেখে উল্লেখ করা হয়, যৌক্তিক আন্দোলন দমনের অপচেষ্টা প্রশাসন ও তদন্ত কমিটির যোগসাজসেই কি এই প্রহসন? তা না হলে শিক্ষার্থীদের নাম পরিচয় কিভাবে তারা জানবো? আমরা শিক্ষার্থীদের বিরুদ্ধে এই মামলা দায়েরের ঘটনার তীব্র নিন্দা জানাই।

মামলা বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, এ সংক্রান্ত কোনো কাগজপত্র আমাদের কাছে এখনও আসেনি।

খুলনা গেজেট/লিপু/হিমালয়




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!