সংগীত গুরু সঞ্জীব দে আর নেই। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি মারা যান। সংগীত পরিচালক ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নয়াটোলার বাসায় অসুস্থবোধ করায় রাত ১১টার দিকে ধানমণ্ডি আনোয়ার খান মর্ডান হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান বলে জানতে পেরেছি পারিবারিক সূত্রে।
সঞ্জীব দে’র শিক্ষার্থী দিনাত জাহান মুন্নী বলেন, জেনেছি গুরুজি হার্ট অ্যাটাক করেছেন।
সঞ্জীব দে’কে মূল্যায়ন করা হয় দেশের সবচেয়ে সফল ও জনপ্রিয় সংগীতগুরু হিসেবে। ১৯৭৪ সাল থেকে প্রায় ৫ দশক ধরে তিনি সংগীত শিক্ষার কাজটি করে আসছিলেন পরম মমতার সঙ্গে।
পারিবারিক ঐতিহ্য থেকে গানের সঙ্গে জীবন যাপন তার। দাদু পেয়ারী মোহন দে বাঁশিবাদক, বাবা মিথুন দে উচ্চাঙ্গ সংগীতের নামকরা গুরু ছিলেন। সেই ধারাবাহিকতায় সঞ্জীব দে’র সংগীতের পথচলা। শাকিলা জাফর, আলম আরা মিনু, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, দিনাত জাহান মুন্নীর মতো অসংখ্য শিল্পী তৈরি হয়েছেন তার হাত ধরেই। তার এই প্রস্থান বাংলা সংগীতের জন্য অপূরণীয় ক্ষতি বলেই মনে করছেন সংগীত সংশ্লিষ্টরা।
খুলনা গেজেট/এনএম