যদি কোন ব্যাক্তি সংগঠনের নামে রাজনৈতিক পদ পদবি ব্যবহার করে চাঁদাবাজি করে, অর্থ দাবি করে বা কোন অনৈতিক সুবিধা দাবি করে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট ধরিয়ে দিন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখা কোন চাঁদাবাজ, তোলাবাজ অসৎ ব্যাক্তির দ্বায়ভার নিবে না। প্রয়োজনে নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনকে জানান।
বৃহস্পতিবার (০৬ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানোন হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চাঁদাবাজ, তোলাবাজ, মাদকব্যবসায়ী, ভূমিদস্যুদের কোন ঠাঁই নাই নগর যুবলীগে।
এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখা আমাদের অভিভাবক বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য, বঙ্গবন্ধুর ভ্রাতুষ পুত্র শেখ হেলাল উদ্দীন, খুলনা-২ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ পুত্র সেখ সালাউদ্দীন জুয়েল, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেল, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা এর সহযোগিতায় ও আহবায়ক কমিটির সদস্যরা মিলে আমাদের সকল কার্যক্রম পরিচালনা করি। এ জন্য কোন প্রতিষ্ঠান বা ব্যাক্তির নিকট থেকে কোন প্রকার অর্থসহ অনৈতিক সুবিধা নেওয়া হয় না। অতএব সংগঠনের নাম, পদ পদবি ব্যবহার করে কেউ অর্থ বা কোন প্রকার অনৈতিক সুবিধা চাইলে সাথে সাথে পুলিশে ধরিয়ে দিন।