খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
  সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত : প্রেস উইং

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান !

ক্রীড়া প্রতিবেদক

প্রায় অনেকদিন ধরেই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক নিজস্ব একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। চলতি বছর থেকেই লংকা প্রিমিয়ার লিগ (এলপিএল) নামের নতুন একটি প্রতিযোগিতা আয়োজন করতে চায় এসএলসি। শ্রীলংকার এই টুর্নামেন্টে খেলতে পারে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এমন খবর জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকেট এডিক্টর।

চলতি বছর এখন পর্যন্ত দু’বার শুরুর তারিখ ঘোষণা করলেও এখনো মাঠে গড়ায়নি এলপিএল। তবে করোনাভাইরাসের কারণে এখনো এ টুর্নামেন্টের উদ্বোধন হয়নি। লংকান গণমাধ্যম জানিয়েছে, আগামী নভেম্বর-ডিসেম্বরে শুরু হতে পারে এবারের আসর। বর্তমানে এলপিএলের জন্য পাঁচটি দল চূড়ান্ত থাকলেও এর সঙ্গে ষষ্ঠ দল হিসেবে পাকিস্তান থেকে একটি দল অংশ নিতে পারে।

ক্রিকেট বিষয়ক ওয়েব সাইট খবর দিয়েছে, শ্রীলঙ্কান এই প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে বাংলাদেশের সাকিব আল হাসানকে। আপাতত নিষেধাজ্ঞায় থাকলেও শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ শুরু হওয়ার সময় সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা থাকবে না। বিশ^ জুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলে সাকিব আল হাসান এমনিতেই সমাদৃত।
সাকিব বাদেও অন্য ক্রিকেটারদের মধ্যে ইংল্যান্ডের ইয়ন মরগ্যান ও অ্যালেক্স হেলস, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, উইন্ডিজের সুনিল নারিন ও ক্রিস গেইল, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন থাকতে পারেন।

এলপিএলের জন্য এখন পর্যন্ত নিশ্চিত হওয়া পাঁচটি দল হচ্ছে কলম্বো লায়ন্স, ডাম্বুলা হকস, গল ডলফিনস, ক্যান্ডি টাস্কার্স এবং জাফনা কোবরাস। সূচি অনুযায়ী পুরো টুর্নামেন্টে ম্যাচ হবে ২৩টি। তবে পাকিস্তান থেকে কোনো দল এলে টুর্নামেন্টের ফরম্যাট বদলের পাশাপাশি বাড়বে ম্যাচসংখ্যা।

এলপিএলে খেলার জন্য এরই মধ্যে ৩০ জন বিদেশি ক্রিকেটার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। তাদের মধ্যে আইকন খেলোয়াড়ের তালিকায় রয়েছেন শোয়েব মালিক, শহিদ আফ্রিদি এবং মোহাম্মদ হাফিজ।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!