অবশেষে চূড়ান্ত হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর সিরিজটি আগামী অক্টোবর মাসে আয়োজন করতে বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে লঙ্কান ক্রিকেট বোর্ড। তার মানে অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে বাংলাদেশ। এমনই খবর দিয়েছে শ্রীলঙ্কার শীর্ষ দৈনিক।
পাশাপাশি তাদের প্রতিবেদনে উঠে এসেছে, বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে প্রস্তুতি ম্যাচও খেলবে। কিন্তু প্রস্তুতি ম্যাচে স্বাগতিক দেশের কোনো দল থাকবে না। বাংলাদেশ জাতীয় দলের পাশাপাশি প্রায় একই সময়ে বিসিবির হাই পারফরম্যান্স স্কোয়াড দ্বীপরাষ্ট্রে সফর করবে। জাতীয় দলকে এইচপি দলের বিপক্ষে ম্যাচ খেলে মূল লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে।
জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। দুই দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন টেস্ট স্থগিত হয়েছে। শ্রীলঙ্কার বাংলাদেশকে আতিথেয়তা দেওয়ার ইচ্ছে থাকলেও করোনা পরিস্থিতিতে ঝুঁকি নিতে রাজি হয়নি বাংলাদেশ। এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রে শুরু থেকে কারফিউ জারি করায় করোনা আক্রান্ত ছিল নিয়ন্ত্রণে। এখন পর্যন্ত সেখানে করোনা ধরা পড়েছে ২৭৩০ জনের। মৃত্যুর সংখ্যা ১১ জন। শ্রীলঙ্কাকেই সবচেয়ে নিরাপদ ভাবছে বিসিবি।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় দুই বোর্ড সিরিজটি নিয়ে আলোচনা করছে। বিসিবির আশা শিগগিরই দুই সফরের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বলেন, ‘আমাদের এখানে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এজন্য দেশের বাইরে সফর করতে আমরা আলোচনা করছি। বাংলাদেশের শ্রীলঙ্কা সফর যত দ্রুত সম্ভব নিশ্চিত করতে চাই আমরা। যদি শ্রীলঙ্কা সফর চূড়ান্ত হয় তাহলে আমাদের পুনরায় মাঠে নামার সুযোগ হবে।’
কলম্বোয় শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, ‘আমরা অক্টোবরের মাঝামাঝি সময়ে বাংলাদেশকে আতিথ্য দিতে চাই। শিগগিরই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বসবো।’ সিরিজ খেলার আগে দুই দলের ক্রিকেটারদেরই ১৪ দিনের কোয়ারেন্টাইন মেনে থাকতে হবে।
এদিকে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় ক্রিকেট শ্রীলঙ্কা তাদের খেলোয়াড়দের প্রস্তুতি ম্যাচ খেলার অনুমতি দিচ্ছে না। এছাড়াও টানা সিরিজ আয়োজনের চিন্তা থাকায় শ্রীলঙ্কা ক্রিকেট বাড়তি ঝামেলায় জড়াতে চাইছে না।
এজন্য বিসিবিকে জানিয়ে দিয়েছে, বাংলাদেশ শ্রীলঙ্কা সফর করলে সেখানে প্রস্তুতি ম্যাচে দল দিতে পারবে না তারা। তাই তিনদিনের ম্যাচে বিদেশ ভূঁইয়ে নিজেদের চেনা খেলোয়াড়দের সামলে প্রস্তুতি নিতে হবে মুমিনুল, মুশফিকদের।
খুলনা গেজেট/এএমআর