করোনা পরবর্তী সময়ে নিজেদের প্রথম সিরিজ খেলতে সেপ্টেম্বরে শ্রীলংকার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অক্টোবরের ২৪ তারিখে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। এই ম্যাচগুলোর ভেন্যু চূড়ান্ত করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সিরিজের মোট ৩টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে দুই ভেন্যুতে। যদিও আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এখনও সিরিজের সূচি প্রকাশ করেনি।
সূচি প্রকাশ না করা হলেও দুই দলের মধ্যে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২৪ অক্টোবর, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই নিশ্চিত করেছিলেন। টেস্টটি ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের পরবর্তী ম্যাচও একই মাঠে অনুষ্ঠিত হবে। শেষ ম্যাচের ভেন্যু হিসেবে কলম্বোকে বাছাই করেছে এসএলসি। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সূত্র দিয়ে সেখানকার স্থানীয় মিডিয়া এই খবর প্রকাশ করেছে।
শ্রীলঙ্কার মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে ১ নভেম্বর। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টের ভেন্যুও পাল্লেকেল্লে স্টেডিয়াম। আর সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে ১০ নভেম্বর। এই ম্যাচের ভেন্যু হিসেবে ঠিক করা আছে কলম্বো। তবে ওই খবরে এটাও জানানো হয়েছে, করোনা প্রকোপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বিকল্প ভেন্যুও প্রস্তুত রাখবে।
হঠাৎ করে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সিরিজ চলাকালীন সময়ে এসএলসি বাড়তি সতর্কতা অবলম্বন করবে বলে নিশ্চিত করেছে একটি সূত্র। ক্রিকেটাররা যেন কোনোভাবেই এই ভাইরাসে আক্রান্ত না হন সেদিকে লক্ষ্য রাখবে তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে এ সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা সিরিজের সূচি প্রকাশ করার কথা রয়েছে।
খুলনা গেজেট/এএমআর