খুলনা, বাংলাদেশ | ১৫ পৌষ, ১৪৩১ | ৩০ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল এক লাখ ১ হাজার
  জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু
  সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে, আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সীন রক্ষায় এমন সিদ্ধান্ত : প্রেস সচিব
  শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

শ্রীলঙ্কায় টাইগার টেস্ট স্কোয়াডে থাকছেন কারা ?

ক্রীড়া প্রতিবেদক

প্রায় ৬ মাস পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী মাসেই তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে মুমিনুল-তামিমরা। টাইগারদের চূড়ান্ত দলে থাকছেন কারা তা নিয়েই চলছে ক্রিকেট পাড়ায় আলোচনা।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সেই সেপ্টেম্বর মাসের শুরু থেকেই হেড কোচ রাসেল ডোমিঙ্গোর অপেক্ষায় ছিলেন। দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় পা রাখার পর ডোমিঙ্গোর সঙ্গে কথা বলে ৮-৯ সেপ্টেম্বরের মধ্যে দল চূড়ান্ত করে খেলোয়াড় তালিকা বোর্ডে জমা দেয়ার কথাও বলেছিলেন নান্নু ।

মঙ্গলবার সোনারগাঁওয়ের প্যান প্যাসিফিক হোটেলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, অপর নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং হেড কোচ রাসেল ডোমিঙ্গো শ্রীলঙ্কা সফরের টেস্ট স্কোয়াড নিয়ে একান্তে কথা বলেন।

এ বছর ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে বাংলাদেশ দল ছিল ১৬ জনের। সেই ১৬ জন ছিলেন- মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইয়াসির আলি রাব্বি।

এখন এবার সেই ১৬ জনই থাকবেন এবং সাথে আরও ৪-৫ জন যুক্ত হবেন? নাকি ওই ১৬ জনের কেউ বাদ যাবেন এবং নতুন করে কাউকে নেয়া হবে এবং সাথে আরও চার থেকে পাঁচজনের অন্তর্ভুক্তি ঘটবে? তা নিয়েই রাজ্যের জল্পনা-কল্পনা।

এদিকে ওই দলে থাকা সাইফ হাসান আবার করোনা পজিটিভ, তাই তাকে নিয়ে একটি প্রশ্ন উঠেছে। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথায় সে সংশয় কেটে গেছে। তিনি বলেছেন, ‘সাইফ পজিটিভ আর বাকিরা নেগেটিভ মানেই যে ওই বহরের সবাই শ্রীলঙ্কা যেতে পারবে, এমন নয়। আরও তিন-তিনবার টেস্ট হবে। শেষ দিকের টেস্টগুলি বেশি গুরুত্বপূর্ণ। কাজেই এখন কেউ কোভিড-১৯ মানেই সে বাদ আর বাকিরা নিশ্চিত এমন ভাবার কোনই কারণ নেই। সামনে আরও টেস্ট আছে, তার রিপোর্টও অনেক গুরুত্বপূর্ণ।

এদিকে ওই ১৬ জনের বহরে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের জায়গা হয়নি। আর আহত সাদমান ইসলামও ছিলেন না। এবার শ্রীলঙ্কা যাবার আগে অস্ট্রেলিয়া থেকে অপারেশন করে অনেকটাই সুস্থ সাদমান। অভিজ্ঞ রিয়াদ আর তরুণ সাদমান শেরে বাংলায় চুটিয়ে অনুশীলন করেছেন । তাদের বিবেচনায় আনা হবে কি না? তা নিয়েও নানা গুঞ্জন।

পাশাপাশি সৌম্য সরকার আর পেসার আল আমিন হোসেনকে নিয়েও আছে নানা কানাঘুষা। একই সাথে আরেক পেসার রুবেল হোসেনও আছেন আলোচনায়। এমনকি তরুণ লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে নিয়েও আলোচনা আছে।

যেহেতু তিন ম্যাচের টেস্ট সিরিজ এবং একাধিক প্রস্তুতি ম্যাচও আছে। তাই বাড়তি বোলার, বিশেষ করে পেসারের অন্তর্ভুক্তির সম্ভাবনা খুব বেশি। তাই ধরা হচ্ছে স্কোয়াডে অন্তত ৬ জন পেসার (আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ আর আল আমিন হোসেনের সম্ভাবনাই বেশি) রাখা হবে।

সাথে তিন স্পেশালিস্ট স্পিনার তাইজুল, নাঈম হাসান ও মেহেদি হাসান মিরাজের থাকাও একরকম নিশ্চিত। এছাড়া ব্যাটসম্যান কাম উইকেটরক্ষক কোটায় আরও তিনজন নিশ্চিত- মুশফিকুর রহীম, লিটন দাস ও মোহাম্মদ মিঠুন। ১২ জন এখানেই হয়ে গেল। এর বাইরে তামিম, সাইফ, সাদমান, সৌম্য, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলি, রুবেল হোসেন এবং আমিনুল বিপ্লবের কারা শেষ পর্যন্ত দলে জায়গা পান, সেটাই এখন দেখার।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!