শ্রীলঙ্কায় চারজাতি ফুটবল টুর্নামেন্টে আজ (১৬ নভেম্বর) ফাইনালে উঠার লড়াই। এই টুর্নামেন্টে খেলছে চার দল। ফাইনালে উঠার জন্য চারদলই আপ্রাণ চেষ্টা করছে। সমীকরণটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখান থেকে যেকোনো দল ফাইনালের টিকিট পেতে পারে। লড়াই করছে বাংলাদেশ-শ্রীলঙ্কা, মালদ্বীপ-সিশেলস। বাংলাদেশের ম্যাচ রাত সাড়ে ৯টায়। আর মালদ্বীপের খেলা বিকেল সাড়ে ৪টায়।
পয়েন্ট টেবিলে চার দলের অবস্থান এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে দুই দলের জন্য উঠে আসা যেমন কঠিন, তেমনি বাংলাদেশ এবং সিশেলসের জন্য সহজ। এই দুই দল যদি ড্র করে তাহলে ফাইনালে উঠবে। আর যদি হেরে যায় তাহলে কত গোলের ব্যবধানে হারলো সেই হিসাব ধরে সেমিফাইনালের টিকিট পাবে।
বাংলাদেশ এবং সিশেলস দুই খেলায় ৪ পয়েন্ট করে পেয়েছে। আজ যদি এই দুই দল ড্র করে তাহলে ফাইনালে উঠে যাবে।
বাংলাদেশ ড্র করার কথা মাথায় আনছে না। কারণ, জয়ের কথা বলেছেন অধিনায়ক জামাল ভুইয়া, রহমত মিয়া ও কোচ মারিও লেমস। শ্রীলঙ্কার মাঠে ২০০৮ এর পর আর বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে জয় পায়নি। লঙ্কানদের বিপক্ষে জয় আছে সাফে। সাফে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছিল। আজ শেষ ম্যাচ খেলবে।
খুলনা গেজেট/ টি আই