শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহের কার্যালয় দখলে নিয়েছে বিক্ষোভকারীরা। বুধবার দুপুরের দিকে তারা কার্যালয়ের গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় সেনা বাহিনীর সদস্যরা তাদের বাধা দিলেও সেই বাধা অতিক্রম করে কার্যালয়ে ঢুকে যায় বিক্ষোভকারীরা। বর্তমানে তাদের নিয়ন্ত্রণেই রয়েছে বিক্রমাসিংহের দপ্তর।
বিবিসি জানিয়েছে, ভেতরে প্রবেশের পর আনন্দে, উল্লাসে ফেটে পড়ে বিক্ষোভকারীরা। এসময় গোটাবাইয়া এবং রণিলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে তারা। কার্যালয়ের ভেতরে ঢুকে তারা ড্রাম বাজাতে শুরু করে। এসময় বাইরে থাকা বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার পতাকা উড়াতে থাকে। সামনের সারির বিক্ষোভকারীরা প্রবেশের পরই বন্যার পানির মতো কার্যালয়ে প্রবেশ করতে থাকে অন্যরাও।
Protestors treating an Police STF officer who was injured in the commotion at the Prime Minister's office.
The STF are firing tear gas at the protestors. #SriLankaProtests pic.twitter.com/KyBWkXZYXx
— Chathuranga Hapuarachchi (@ChathurangaHapu) July 13, 2022
তবে রণিল এখন নিরাপদেই আছেন বলে জানা গেছে। তিনি তার কার্যালয়ে নেই এবং গত কদিন ধরেই পালিয়ে বেড়াচ্ছেন। বিক্ষোভকারীরা এর আগে তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল।
তার পরিবারের কেউ তখন সেখানে ছিল না। রণিল বিক্রমাসিংহেকেও রাজাপাকসের অন্যতম সহযোগি বলেই বিশ্বাস করা হয়। নিজে লুকিয়ে থাকলেও তার কার্যালয়ের মাধ্যমে বেশ কিছু নির্দেশনা জারি করেছেন তিনি। এরমধ্যে আছে দেশব্যাপী কারফিউ এবং জরুরি অবস্থা জারি করা।
খুলনা গেজেট/ এস আই