আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের গ্রুপ ওয়ানের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারের স্বাদ দিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার জয়ে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কাও ছিটকে পড়েছে শেষ চারের দৌড় থেকে।
আবুধাবিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৯ রান জড়ো করে শ্রীলঙ্কা। দলের পক্ষে ঝড়ো ব্যাটিং প্রদর্শন করেছেন চারিথ আসালাঙ্কা ও পাথুম নিসাঙ্কা।
কুশল পেরেরা ২১ বলে ২৯ রান করে বিদায় নিলে দলের হাল ধরেন এই দুই ব্যাটার। নিসাঙ্কা ৪১ বলে ৫১ ও আসালাঙ্কা ৪১ বলে ৬৮ রান করে ক্ষান্ত হন। অধিনায়ক দাসুন শানাকা ১৪ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্দ্রে রাসেল শিকার করেন দুটি উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দলীয় ১০ রানের মধ্যেই হারিয়ে ফেলে দুই ওপেনারকে। ওয়ান ডাউনে নামা নিকোলাস পুরান ৩৪ বলে ৪৬ রান করে রানের গতি বাড়ানোর চেষ্টা চালান। তার বিদায়ের পর ক্যারিবীয় জয়ের স্বপ্ন দেখাচ্ছিল শিমরন হেটমেয়ারের ব্যাটিং তাণ্ডব।
তবে আটটি চার ও চারটি ছক্কা হাঁকানো হেটমেয়ার ৫৪ বলে ৮১ রান করে অপরাজিত থাকলেও ঠেকাতে পারেননি দলের হার। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে দলের সংগ্রহ দাঁড়ায় ১৬৯ রান। এতে লঙ্কানরা পায় ২০ রানের জয়।