শ্রীলঙ্কায় ক্রমবর্দ্ধমান বেকারত্ব এবং খাদ্যের গভীর সংকট তৈরি হয়েছে৷ সারা দেশে লেগেছে হাহাকার৷ দেশটিতে প্রচণ্ড হারে বেড়েছে খাদ্য-পানির দাম৷ শ্রীলঙ্কার তামিলরা এখন ভারতে আসার চেষ্টা করছেন৷ ইতিমধ্যেই শ্রীলঙ্কার ১৬ জন ভারতে ঢুকেছেন৷ তারা শরণার্থী হিসেবে ভারতে ঢুকছেন ৷
দেশটি থেকে ভারতে যাওয়া শরণার্থীরা জানিয়েছেন সেখানে চাল প্রতি কেজিতে শ্রীলঙ্কার মুদ্রায় ৫০০ টাকা অবধি পৌঁছেছে৷ ৪০০ গ্রাম পাউডার দুধের দাম ৭৯০ টাকা৷ এক কেজি চিনির দাম ২৯০ টাকা৷ ১৯৮৯ সালে গৃহযুদ্ধের সময় যেভাবে মানুষ পালাত এবারেও সেই পরিস্থিতি তৈরি হয়েছে৷
মঙ্গলবার শ্রীলঙ্কান শরণার্থীদের দুটি দল ভারতের তীরে এসে পৌঁছেছে৷ ছয়জনের একটি দল রামেশ্বর এলাকায় আসছিল সে সময় ভারতীয় কোস্ট গার্ড বাহিনী তাদের বাঁচায়৷ নৌকাটি ফোর্থ আইল্যান্ডে ফেঁসে গিয়েছিল৷ শরণার্থীরা শ্রীলঙ্কার উত্তর জাফনা এলাকা থেকে আসছে৷
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী তামিলনাড়ু পুলিশ জানিয়েছে শ্রীলঙ্কায় গভীর সংকট তৈরি হয়েছে৷ তাই দেশটির শরণার্থীরা ভারতে ঢুকছে৷ শ্রীলঙ্কার উত্তরদিকে তামিল প্রভাবিত এলাকা রয়েছে৷ তামিলনাড়ু ইন্টেলিজেন্সের সূত্র মতে এটা শুধুমাত্র সূচনা৷ এখনও ওখান থেকে অনেক মানুষ আসবেন৷ ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী খুব তাড়াতাড়ি আরও ২০০০ শ্রীলঙ্কান শরণার্থী ভারতে ঢুকবেন৷
শ্রীলঙ্কার কাছে বিদেশি মুদ্রার ভাণ্ডার শেষ হয়ে গেছে৷ জরুরি সামগ্রী বাইরে থেকে আনার জন্যও উপযুক্ত টাকা নেই৷
খুলনা গেজেট/ এস আই