খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫, আহত ১০
  মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

শ্রীলঙ্কাতেই টাইগারদের অনুশীলনে আগ্রহ বিসিবির

ক্রীড়া প্রতিবেদক

দরজায় কড়া নাড়ছে শ্রীলঙ্কা সফর। ২৪ অক্টোবর থেকে অনুষ্ঠেয় স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টেস্ট খেলতে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দেশটি সফরের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। তার আগে টাইগারদের অনুশীলনের সিংহভাগ শ্রীলঙ্কার মাটিতে সারতেই আগ্রহী লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ এই প্রশাসন।

পাঁচ পেরিয়ে ছয় মাস হতে চলেছে কিন্তু এখনো দেশের করোনা পরিস্থিতির আহামরি কোনো উন্নতি নেই। উদ্ভুত পরিস্থিতিতে লঙ্কা সফরকে সামনে রেখে টাইগারদের ঢাকায় দীর্ঘ মেয়াদে অনুশীলন ক্যাম্প ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই ঝুঁকি কমাতে শ্রীলঙ্কায় গিয়ে অনুশীলনের সিংহভাগ সম্পন্ন করার পক্ষেই মত দিলেন তিনি। যেহেতু লঙ্কান করোনা পরিস্থিতি বাংলাদেশের চাইতে সন্তোষজনক। শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে তিনি একথা জানান।

বিসিবি সভাপতি বলেন, ‘ওদের জন্য যে ক্যাম্প করবো, সেজন্য একটা হোটেল রাখতে হবে। ওই হোটেলে যে স্টাফ তাদের তো করোনা টেস্ট করিনি। ওদের হাউজকিপিং, খাওয়া-দাওয়া কোথা থেকে হবে সেগুলো তো আমি জানি না। ঝুঁকি থাকবেই। এখন এটাকে কিভাবে কমানো করা যায় সেটাই ভাবছি। সেজন্য ওদেরকে এটাই পরামর্শ দিয়েছি যত অনুশীলন কম করে এটাকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া। এখানে ব্যাপারটাকে সংক্ষিপ্ত করে ওখানে আগে গিয়ে অনুশীলন করা। আমরা ধারণা করতে পারি এই মুহূর্তে ওখানে আমাদের থেকে নিরাপদ।’

অতিমারির সময়টিতে বিসিবি’র ব্যবস্থাপনায় গেল ১৯ জুলাই থেকে দেশের ৪ ভেন্যুতে শুরু হয়েছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। ৮ আগস্ট দ্বিতীয় ধাপে এসে ভেন্যুর সংখ্যা বেড়েছে। স্বাস্থ্যবিধি মেনে ভেন্যুগুলোতে অনুশীলন করেছেন ২৮ ছেলে ক্রিকেটার ও ৯ মেয়ে ক্রিকেটার। যেসকল মাঠে অনুশীলন করছেন সেখানে গ্রাউন্ডসকর্মীসহ আরো নানান ধরনের মানুষের উপস্থিতিও লক্ষ্য করা যায়। তাদের শরীরে যে করোনা নেই সেটা নিশ্চিত করে বলতে পারছেন না বিসিবি বস। আর ঠিক সেকারণেই ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে লঙ্কা সফরকে সামনে রেখে দেশের মাটিতে দীর্ঘ মেয়াদে অনুশীলনের পক্ষে তিনি নন।

‘বাংলাদেশে ক্রিকেটোদের শতভাগ এখন ব্যক্তিগত অনুশীলন হচ্ছে। নিয়ম মেনে আমরা সব ভাগ করে দিয়েছি। সব কিছু ঠিকঠাক চলছে। কিন্ত ওদের এখনও টেস্ট করানো হয়নি। ওরা ব্যক্তিগতভাবে আগ্রহ দেখিয়েছে। আমরা অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছি। বিসিবিতে ওরা যখন আসছে গ্রাউন্ডসম্যানরা ওদের সঙ্গগে একসাথে কাজ করছে। আরও কত মানুষ আছে। এদের কারো টেস্ট হয়নি। তাইতো ওরা যে নিরাপদ তা তো আমরা বলতে পারছি না। এজন্য ওখানে (শ্রীলঙ্কায়) যদি বেশি সময় থেকে ক্যাম্প করি সেটা ভালো।’

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!