শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপি’র সাথে বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ মঙ্গলবার রাত ১১ টায় রেলিগেটস্থ বাসভবনে বৈঠক করেন। বৈঠকে শ্রমিক নেতারা পবিত্র ঈদুল ফিতরের আগে শ্রমিক কর্মচারীদের যাবতীয় পাওনাদি এককালিন পরিশোধ ও বন্ধকৃত জুট মিলের সকল শ্রমিক পরিবারকে মিল মালিকের নিকট থেকে ঈদুল ফিতর এর আগে তাদের পাওনা টাকার বিপরীতে জনপ্রতি ৫ হাজার টাকা পেতে পারে, সে ব্যাপারে শ্রম প্রতিমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন ।
প্রায় পৌনে ১ঘন্টা বৈঠক শেষে সংগঠনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান জানান, ব্যক্তিমালিকানা জুট মিলের সকল সমস্যাগুলি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শুনেছেন। এ সময় তিনি বলেন, মহসেন জুট মিলের শ্রমিকের পাওনাদি ইতিমধ্যে ডিসি অফিসে জমা হয়েছে। করোনা ও আদালতের একটি মামলার কারণে মহসেন জুটমিলের চুড়ান্ত পাওনা পরিশোধে কিছুটা বিলম্ব হচ্ছে , অতিদ্রুত মহসেন জুট মিলের শ্রমিকরা তাদের চুড়ান্ত পাওনাদি পেয়ে যাবে। আফিল জুট মিলের এমডিকে ডেকে শ্রমিকদের সমস্যা নিরসনে বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমানকে বলা হয়েছে। এছাড়া এ্যাযাক্স জুট মিলের এমডি মান্নান সাহেবকে ঈদের পূর্বে প্রতিটি শ্রমিককে ৫ হাজার টাকা প্রদান করার জন্য বলা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন, সহ সভাপতি নিজামউদ্দিন, কাবিল হোসেন, সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ।
খুলনা গেজেট/এমএইচবি